ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে রুপসী বাংলার বিশিষ্ট কবি ড..মঞ্জুশ্রী চৌধুরীর ১৫ তম মৃত্যু বার্ষিকী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
রোববার ১৩ জুন বিকাল ৩ টায় স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুরে একাডেমির কার্যালয়ে এ সভা অনুস্টিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক যুব নেতা আফিকুর রহমান আফিক।
একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সুমন বিপ্লব’র সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয়’র প্রভাষক মিহির মোহন’র পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সাংবাদিক হৃষীকেশ রায় শংকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বিমান তালুকদার, গীতিকার আলা উদ্দিন, শিল্পী লাল শাহ। স্বাগত বক্তব্য রাখেন যুব সংগঠক সালাহ উদ্দিন নীল, মুহিবুর রহমান, পাঠাগার পরিচালক মো. জাকির আহমেদ।
বক্তারা ড. মঞ্জুশ্রী চৌধুরীর জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। এ এলাকায় মঞ্জুশ্রী’র নামে একটি প্রতিষ্ঠান হোক এটা সবার কাম্য।
পরে বই পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৩৪ জনকে শিক্ষা উপকরণ ও প্রাইজ মানি দেয়া হয়।