রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২রা জানুয়ারি ,২০২৩। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দহগ্রাম আওয়ামী কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা আক্তা। সম্মেলনের উদ্বোধক ছিলেন পাটগ্রাম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম সহ পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ ছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সমন্নয়ক গোলাম খোরশেদ রেজা, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দহগ্রাম মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে দহগ্রাম মহিলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি সাজেদা আক্তার দহগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রুনা লায়লা এবং সাধারণ সম্পাদক শাহানাজ পারভিনের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, রুনা লায়লা দহগ্রাম ইউনিয়ন পরিষদেন( ৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের পাশাপাশি ২০০৬ সাল থেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।