এশিয়ান এক্সপ্রেস ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় ছিনতাইকারী সন্দেহে আটক বলে পুলিশের দাবী করা রায়হান আহমদ (৩৪) কে পুলিশী হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার। মৃত রায়হান আহমদের পরিবারের দাবী তাকে উদ্যেশ্য মুলক ভাবে পুলিশী হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবারের পক্ষে আজ একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এই অভিযোগের ভিত্তিতে এস এসমপি উত্তর সার্কেল এর ডিসি আজফার আলী শেখকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
পরিবারের সদসদ্যরা অভিযোগ করেন, নিহত রায়হান কোন ছিনতাইকারী নয়। সে একজন স্বজ্জন হিসেবে সবার কাছে পরিচিত। তাকে পরিকল্পিত ভাবে ধরে নিয়ে হত্যা করে ছিনতাইকারী বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা।
বিষয়টি সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকারের কাছে জানতে চাইলে তিন জানান- পরিবারের অভিযোগ সম্পর্কে তারা অবগত হয়েছেন । বিষয় সম্পর্কে তদন্তের জন্য এসএমপির উপ পুলিশ কমিশনার আজফার আলী শেখের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে ।
উল্লেখ্য, গতকাল রোববার (১১ অক্টোবর) ভোরে কাষ্টঘর এলাকায় ছিনতাইকারী সন্দেহে রায়হান আহমদ (৩৪)কে পিটিয়ে হত্যা করা হয় । তিনি আখালিয়া নেহারী পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে । পুলিশ প্রথমে জানিয়েছে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে। বিষয়টি মেনে নিতে পারছেনা তার পরিবার। তথ্যসূত্র :ডিএস