মো: আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: গতকাল ১৯ অক্টোবর(সোমবার) সন্ধ্যা ৬ ঘঠিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজানঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার টু ১নং লামাকাজী ইউনিয়নের খাজানঞ্চিগাঁও (দুই ইউনিয়নের সংযোগ) কাচা রাস্তাটি পাকা করণের জন্য পূর্বের মাপজোক অনুযায়ী পরিদর্শন করেন সুনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বি এম ট্রেডার্সের বিশেষ প্রতিনিধি ও ২নং খাজানঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মো: গিয়াস উদ্দিন। এ সময় চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন- আগামী সপ্তাহে রাস্তাটির কাজ শুরু হবে। তাই স্হানীয় সকলের সহযোগিতা আমি কামনা করছি, সকলেই নিজ দায়ীত্বে রাস্তাটির দুই পাশের আগাছাগুলো পরিষ্কার করবেন এবং রাস্তার কিনারায় লাগানো সবজি গাছের চারা অন্য স্হানে স্হানান্তর করবেন, এতে আমাদের কাজ দ্রুত সমাধা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক সৈয়দুর রহমান,খাজানঞ্চিগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল মসব্বির,তরুছায়া সামাজিক সংগঠনের সহ সভাপতি তাউহিদুল ইসলাম সায়েম, কৃষ্ণপুর গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ,বিশিষ্ট ব্যবসায়ী মো ইছমত আলী,টেইলর মো ফরিদ উদ্দিন,সাংবাদিক আব্দুল হালিম,কয়েছ আহমেদ,পাহাড়পুর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক,নজির আহমেদ,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের কর্মী মোহাম্মদ আলী মামুনসহ প্রমুখ।
উল্লেখ্য যে, এলাকাবাসীর অনেক দিনের দাবীর বাস্তবায়নের আলোকে রাজাগঞ্জ বাজার-খাজানঞ্চিগাঁও রাস্তাটির কাজ শুরু হবে জেনে এলাকাবাসীর মনে আনন্দের জোয়ার বইছে। কারণ এই রাস্তা দিয়ে এস এ খান খাজানঞ্চিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাজানঞ্চিগাঁও হাফেজিয়া ও ইবতেদায়ী মাদরাসা,উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়,ফুলচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়,কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসাসহ অন্যান্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। এলাকাবাসী চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।