জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৯.১১.২০২৩ রবিবার
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর নয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়ী ছালেহা খাতুন ও দেবর ছানোয়ার হোসেনের মারধরে পুত্রবধূ তাসলিমা খাতুনের (২৫) মৃত্যু হয়েছে । এ ঘটনায় তার শাশুড়ী ছালেহা খাতুনকে আটক (৪৫) করে পুলিশ। শনিবার সকাল ১১ টায় উপজেলার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানাগেছে উপজেলার বদরপুর এলাকায় মুকুল হোসেন ও তাসলিমা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের ৮ বছর পার হলেও সন্তান না হওয়ার পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হত। কিন্তু মেয়েটা সহজ সরল ছিল কাউকে বলতো না।
নির্যাতন সহ্য করতো।
প্রতিবেশী সরোয়ার বলেন রহিজালের স্ত্রী ছালেহা খাতুন নিহত তাসলিমা খাতুননের সৎ শাশুড়ী তাই পুত্রবধূকে দেখতে পেত না।
নিহতের জা (ছোট ভাইয়ের বউ) মোমেনা খাতুন বলেন সকালে আমার জা মৃত তাসলিমা খাতুন টয়লেটে যাওয়ার পথে বসে আছেন আমার শাশুড়ী ছালেহা খাতুন টয়লেটে যাবে তখন পথের মধ্যে বসে আছেন আমার জা তাসলিমা খাতুন। শাশুড়ী সরতে বলেন তাসলিমা সরতে একটু দেরি হওয়ার ঝগড়া বাদে তখন আমার দেবর ছানোয়ার শাশুড়ী ছালেহা খাতুন শশুর রহিজলের সামনেই মারপিট শুধু করেন।
মোমেনা খাতুন আরও বলে ৮ বছর থেকে বিয়ে হওয়ায় সন্তানাদি হয় না বলে প্রায়ই মারপিট করতো শাশুড়ীসহ পরিবারের লোকজন। আজ মারপিটের এক পর্যায় তাসলিমা খাতুন নিস্তেজ হয়ে যায়।
তখন শশুর রহিজল ও প্রতিবেশী লাল মিয়া রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল ইসলাম বলেন সকাল সাড়ে দশটায় তাসলিমা খাতুনকে মৃত অবস্থায় নিয়ে আসে। মৃত তাসলিমা খাতুনের শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ রয়েছে। পরে শশুর পালিয়ে যায়।
রাজীবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply