এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার
ছিনাই ইউনিয়নে ৪নংওয়ার্ডে নির্বাচন কালীন সময়ে ৩৮নং কালুয়া ভোটকেন্দ্র পরিদর্শন কালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে
বুধবার দুপুর ১২ঘটিকার সময় ছিনাই বাজার হাইওয়ে রোডে মুক্তিযোদ্ধা পরিবার এবং সর্বস্তরের জনসাধারাণ ও নবনির্বাচিত চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন। তাদের দাবি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে ১২ ঘন্টা অবরুদ্ধ করেন। দিশারী পাঠাগারে জামাত শিবিরের কর্মীরা,তারা ছন্ধবেশে অবস্থান করে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই একতা বাজার আলোর দিশারী পাঠাগারে ঐসব জামাত শিবিরের ছদ্ধবেশী কর্মীদের কঠিন শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।