জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে শনিবার সকাল ১০ঃ০০ঘটিকায় আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের মাধ্যমে বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন ৪নং পাড়ামৌলা ওয়ার্ডের চ্যাম্পিয়ন বাবা আব্দুল মতিন।এসময় তিনি জন সাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জন সাধারণ কে আহবান জানান।অন্যান্যদের মধ্যে উপস্থির ছিলেন অত্র ওয়ার্ডের মেম্বার একরামুল হক,মসজিদের খতিব আবুল হাশেম,মাঠ কর্মী পেয়ারুল ইসলাম,নুর আলম সহ অনেকে।