এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীরে বসবাসরত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ত্ৰাণ বিতরণ করেছে সেনাবাহিনী।
২৭ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার ৫নং বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বসবাসরত একশত দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ রংপুর সেনানিবাসে অবস্থিত ৭২ পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল।
তিনি জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, উত্ত ত্রাণ সামগ্রীর যােগান সেনাসদস্যদের নিজস্ব রেশন হতে সংকুলান করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি মত প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ এবং ওয়ারেন্ট অফিসার মােঃ রেজাউল করিম।
Leave a Reply