এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- ৯ অক্টোবর শনিবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর আবু তাহের প্রাথমিক বিদ্যালয়ের তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
শনিবার দুপুর ১২ টায় উপজেলার মহিধরপীর আবু তাহের দাখিল মাদ্রাসার তোরণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জাপার সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার যুগ্ন আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াহেদ, উপজেলা জাপার ছাত্র সমাজের সভাপতি রতন আহমেদ লিটন,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেল। তোরণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে বগুড়া পাড়া ও গতিয়াসামে তিস্তানদীতে বসতভিটে হারানো মানুষজনের খোঁজ খবর নেন।
এসময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আহমেদ। এমপি পনির উদ্দিন আহমেদ উপস্থিত ভুক্তভোগীদের উদ্দেশ্য বলেন আমি নদী ভাঙ্গনের কথা শোনা মাত্রই ডিও লেটার দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলেছি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আহমেদ বলেন যত দ্রুত সম্ভব বাজেট পাশ হলে কাজ শুরু করা হবে। এরপর উপজেলার চাকিরপশার ইউনিয়নের নব নির্মিত বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করে যোহরের নামাজ আদায় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংবাদিক বৃন্দ।