মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসায় বার্ষিক শরীর চর্চা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম বারী খান। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মাহমুদ কবির এর সভাপতিত্বে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, মো. রেজাউল ইসলাম, মো. জিয়াউল হক সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মাদরাসা শিক্ষক মো. হাবিব এ চিশতী, মো. আরিফ শেখ, মো. জিয়ারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, অভিভাবক মো. আব্দুল হাই সিকদার প্রমূখ।