মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী যারা ১নং সাতুরিয়া: মাইনুল হায়দার নিপু। ২নং শুক্তাগড়: বিউটি সিকদার। ৩নং রাজাপুর: নজরুল ইসলাম স্বপন তালুকদার। ৪নং গালুয়া: পারভেজ খান। ৫নং বড়ইয়া: সাহাবুদ্দিন সরুমিয়া। ৬নং মঠবাড়ি: জালাল আহম্মেদ। কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী যারা ১নং চেচরিরামপুর ইউনিয়নের হারুন-অর-রশিদ জমাদ্দার। ২নং পাটিখালঘাটা ইউনিয়নে শিশির চন্দ্র দাস। ৩নং আমুয়া ইউনিয়নের আমিরুল ইসলাম ফোরকান সিকদার। ৪নং কাঠালিয়া সদরে মাহমুদুল হক নাহিদ সিকদার। ৫নং শৌলজালিয়া ইউনিয়নে মেহেদি হাসান। ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে কামরুজ্জামান লিটন নকীব।