মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মধ্য বাজার এলাকায় ৩ সন্তানের জননী মোসা মারুফা বেগমের (৩০) রহস্যজনক মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরহেদ উদ্ধার করেছে পুলিশ। মারুফা মধ্য বাজার এলাকার আব্দুর রহিম ফরাজির স্ত্রী। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তবে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছে। ওসি জানান, তার মৃত্যুর কারন সম্পর্কে পরিবারের পক্ষ থেকেও কোন তথ্য পাওয়া যায়নি, পুলিশী তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হচ্ছে।