মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে দুইটি চুরির মামলায় সাজাপ্রাপ্তা পলাতক আসামি আব্দুল বারেক খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বারেক উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মৃত আব্দুল ছত্তার খাঁনের ছেলে। জানা গেছে, ২০০০ ও ২০০২ সালে আব্দুল বারেক খাঁনের বিরুদ্ধে চুরির অভিযোগে দুইটি মামলা হয়। পরে আদালত ঐ দুইটি মামলার একটিতে দুই বছর দুই মাস অন্যটিতে এক বছর এক মাস সাজা প্রদান করে। এরপর থেকেই আব্দুল বারেক দীর্ঘদিন পলাতক ছিল। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আসামিকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।