মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে মো. খায়রুল ইসলাম (২৫) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত খায়রুল ওই গ্রামের মো. মোদাচ্ছের আলীর ছেলে। জানা যায়, দন্ডপ্রাপ্ত খায়রুল দীর্ঘদিন ধরে একই গ্রামের এক স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিল। বিষয়টি স্কুলছাত্রীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে খায়রুলকে ছয়মাসের বিনাশ্রম কারদন্ড প্রদাণ করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘দন্ডপ্রাপ্তকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’