মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ (৮জুলাই) বৃহস্পতিবার সকালে ডাকবাংলো এলাকার খাদ্য সংকটে থাকা ১০টি পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটাসহ এসব খাদ্য সহায়তা তুলে দেন ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ। ক্যাপ্টেন রাফিউদ জানান, তাদের নিজেদের রেশন থেকে একটা অংশ প্রতিদিন টহলের ফাঁকে ফাঁকে কর্মহীনদের মাঝে বিতরণ করছেন।