মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সভাকক্ষে ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোক্তার হোসেন বলেন, বাংলাদেশ উন্নয়শীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ উপজেলায় যে সকল উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে তা তুলে ধরতে আগামী ২৭ ও ২৮ মার্চ শনি ও রবিবার সারাদেশে একযোগে অনুষ্ঠানমালার অংশ হিসাবে রাজাপুরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দুই দিনের অনুষ্ঠান স্থানীয় মিডিয়া কর্মীদেরকে তাদের মিডিয়ায় তুলে ধরতে তিনি অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান, মহিলা ভাইচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল। বক্তব্য দেন সাংবাদিক খান মোঃ এনামুল হোসেন ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।