মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিক্রয়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ রাখার অপরাধে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।
দণ্ড প্রাপ্ত হলো রাজাপুর উপজেলার উত্তমপুর এলাকার মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে ও উত্তমপুর বাজারে ফাতিমা মেডিকেল হল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার।