মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালী গ্রামে নির্মান শ্রমিক আরাফাত হোসেনের বিরুদ্ধে ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মো. আরাফাত হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। আরাফাত হোসেন বান্দরবন জেলার নাইক্ষনছড়ি উপজেলার বাগানঘোনা এলাকার মো. ইমান হোসেন ওরফে আব্দুর রহিমের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পুটিয়াখালী এলাকায় মো. বাপ্পি হাওলাদারের বাড়িতে প্রায় ৪ মাস পূর্ব থেকে নতুন ভবন নির্মাণের কাজ করতেন আরাফাত হোসেন। একই এলাকায় গত ১৬ জানুয়ারি সকালে স্কুলছাত্রী তার পার্শবর্তী বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় জোড়পূর্ব তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।