মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর গ্রামের হাওলাদার বাড়ি মসজিদ এলাকার মোবাক্ষের আলী হাওলাদারের ছেলে মো. ডালিম হাওলাদারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ডালিম হাওলাদারের রান্না ঘর থেকে আগুন লেগে পুরো বসতঘরে আগুন ছড়িয়ে যায়। এতে কমপেক্ষ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। স্থানীয়রা জানান, রান্না চড়িয়ে অন্যত্র কাজে যান ঘরের লোকজন পরে রান্না ঘরে আগুন দেখে বাড়ির অন্য লোকজন ডাক চিৎকার দেয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যানরা জানান, দ্রæত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রন করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। চুলা থেকেই আগুনের সূত্রপাত বলেও জানান ফায়ার সার্ভিস। এদিকে শেষ আশ্রয় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি।