মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের শাহমিয়ার বাজারের ওয়ার্কসপ থেকে অন্তু মাতুব্বর (১৮) নামে এক কিশোরের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। নিহত অন্তুর বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। অন্তুর বাবার নাম শুক্কুর মাতুব্বর। অন্তু রাজাপুর উপজেলার শাহমিয়ার বাজারের ওয়ার্কশপে কয়েকমাস যাবৎ কাজ করতো বলে তথ্য নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক বিপুল চন্দ্র। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে উপজেলার শাহমিয়ার বাজারের ওয়ার্কশপের ভিতরে থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। (ওসি) আরো জানান, রাতেই রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মামলার নং ৪ তারিখ ২৬/০৬/২১। আর লাশ ময়না তদন্তের জন্য রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তর রিপোর্টের পর নিশ্চিত করে মৃত্যুর কারন বলা যাবে বলে পুলিশ জানায়।