মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে থেকে র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে সবাই এক আলোচনা সভায় মিলিত হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তারা। অলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি প্রশিক্ষক মো. আলমগীর শারীফ প্রমূখ।