আইনুল হাসান, রাজনগর প্রতিনিধি : রাজনগরের মুন্সিবাজারে দেশব্যাপী জাহেলী কায়দায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাগো বিবেক এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মুন্সিবাজার অগ্রণী ব্যাংক এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশগ্রহন করে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, মুন্সিবাজার ব্রাদার্স ক্লাব, জাগো বিবেক, কালচারাল সোসাইটি, মাদক নির্মুল কমিটি, কম্পিউটার সেন্টার, এমসিএস ফুটবল একাডেমী, সাইবার ফ্রেন্ডস ক্লাব, একতা যুবসমাজ, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা, সেইভ দ্যা সিলেট, মুন্সিবাজার কম্পিউটার ক্লাস এর ছাত্র-ছাত্রীসহ স্থানীয় কৃষক, শ্রমিক, ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।