বছর ঘুরে এলো ফিরে,
নাজাতের বানী নিয়ে,
পবিত্র রমজান। এসো সবাই চুপিসরে, মাফ চাই রবের ধারে, সদা দিনরাত।
হিংসা বিদ্বেষ লোভ লালসা, ক্রোধ কাম অশ্লীলতা, করি পরিত্যাগ। দেহ মনে আসবে স্বস্তি থাকবো মোরা সুখে শান্তি পূণ্য করলে চাষ।
১২ ই এপ্রিল ২০২১