রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার জন্য আগামী ৩ বছর মেয়াদে পৌর সেচ্ছাসেবকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাটগ্রাম উপজেলা সেচ্ছাসেবকলীগ কার্যালয়ে মঙ্গলবার রাত ৮ টায় কমিটির সভাপতি নাজমুল হুদা রাসেল ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিপু কর্তৃক দলীয় প্যাডে স্বাক্ষরিত এবং সোস্যাল মিডিয়ায় প্রকাশিত কমিটিতে সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম রবিনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মানিককে এ কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
খুব শীঘ্রই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে। নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন অনেকে।