এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৩ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আশরাফুল আলম রুবেল, বিএনপি নেতা ইদ্রিস আলী, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল আরমান, কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।