সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ( সিলেট) থেকেঃ বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মরহুমা শেফালী চৌধুরী স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ ঠা নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার দেওকলস ফুরকানীয়া হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষ ও আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওকলস হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহিবুর রহমান।
আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টা মানসফিল্ড সেলু মিয়া চৌধুরীর বোনের পরিবারের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাজী জিলু মিয়া, হাজী আব্দুল গফুর ,সাবেক সভাপতি হাজী মখলিছুর রহমান, দেওকলস জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাজ্জাদুর রহমান,মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন ,কারী সাইফুর রহমান ,হাফিজ কারী মাহদুর রহমান ,মোস্তফা কামাল ,আবিদুর রহমান ,মতিউর রহমান ,আজিমুর রহমান হামিম ,মানসুর রহমান ,আতিকুর রহমান ত্বোয়াছিন প্রমূখ।
উল্লেখ্য মরহুমা শেফালী চৌধুরী ৪ঠা নভেম্বর বুধবার ভোরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উক্ত খতমে কুরআন ও দোয়া মাহফিলে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিক ও আর- রাহমান এডুকেশন ট্রাস্টের সকল দাতা সদস্যগন সহ গোটা মুসলিম উম্মাহর জন্য মহান মাবুদের কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহিবুর রহমান।
Leave a Reply