বার্তা ডেস্ক
আন্তর্জাতিক সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য বেডফোর্ড শহরে যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক, রোটারিয়ান ও বিভিন্ন সামাজিক সংগঠন নেতা মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি মোঃ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনের পরিচালনায় বেডফোর্ড শহরের একটি কফি হাউজে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক আজিব উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম, আলতাফ হোসেন, সাইদুর রহমান, শহিদুল হক, সাইদুল হক সায়েক, শাহজাহান সিরাজ, সুমন মিয়া, হেলাল মিয়া, সাংবাদিক আলতাব হোসেন সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।