বিশ্বনাথ প্রতিনিধিঃ
যানজট মুক্ত বিশ্বনাথের দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় বাসিয়া সেতুর উপর মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ পিএফজি। পিস ফ্যাসিলিটেটর গ্রæপ পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতি, কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু ও সদস্য বদরুল ইসলাম মহসিনের যৌথ পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, যানজটের কারণে বিশ্বনাথ পৌর শহর ও উপজেলাবাসীকে মারাত্বকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যানজটে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগী চলাচল করতে রীতিমত হিমশিত খেতে হচ্ছে। বিশেষ করে সড়কে যত্রতত্র যানবাহন রাখায় প্রতিনিয়ত লেগেই তাকে যানজট। বক্তারা যানজট নিরসনে প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
মানববন্ধন পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, ট্রাফিকের টিআই কুতুবউদ্দিন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, গণফোরাম নেতা নজরুল ইসলাম আজাদ, ব্যবসায়ী জামাল আহমদ, জাতীয় পার্টি নেতা আব্দুল মতিন, রহমত আলী মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, পিস ফ্যাসিলিটেটর গ্রæপ পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য জালাল উদ্দিন চেয়ারম্যান, জয়নাল আবেদীন, মকদ্দছ আলী, বসির আহমদ, আলতাব হোসেন, প্রভাষক আফিয়া বেগম, রাসনা বেগম, সিতাব আলী, হোসাইন আহমদ শাহিন, ফরিদ মিয়া, জয়নাল মিয়া, রুহেলা বেগম, ব্যবসায়ী সমরেন্দ্র বৈদ্য সমর, জয়ন্ত দাস, যুবলীগ নেতা সেলন মিয়া, ছাত্রলীগ নেতা সেলিম মিয়া, কলেজ শিক্ষার্থী তামান্না বেগম মিলি, প্রবীণ মুরব্বী আব্দুন নূর, সংগঠক আয়াছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সফিকুল ইসলাম শফিক, সাংবাদিক নবীন সুহেল, মোসাহিদ আলী।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply