আইনুল হাসান , রাজনগর উপজেলা প্রতিনিধি: দেশব্যাপী চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজায় মন্ডপগুলোর নিরাপত্তায় ১৭ টি মোবাইল টিমে ১৭০ জন আনসার সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের আদেশ মোতাবেক মৌলভীবাজারের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর নির্দেশে রাজনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন নাহার এর সহযোগিতায় দুর্গাপূজার মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে স্বাস্থ্য ঝুঁকি করোনা পরিস্থিতির কারণে স্থির দায়িত্বের পরিবর্তে মোবাইল টিম দায়িত্ব পালনের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শারীরিক যোগ্যতা সম্পন্ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাছাই করে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিনের জন্য অংগীভূত করা হয়েছে।
১২৯টি পূজা মণ্ডপের জন্য ১৭টি টিমে ১ জন করে সশস্ত্র অঙ্গীভূত পিসি, ৩ জন সশস্ত্র আনসার সদস্য ২ জন লাঠিসহ আনসার/ ভিডিপি সদস্য অপারেশনাল এবং ৪ জন সদস্য প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। সবার নিকট বাঁশি থাকবে।
রাজানগর উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭০ জন আনসার সদস্য ১৭টি মোবাইল টিম পুলিশের সাথে সমন্বয় করে ১২৯টি পূজা মণ্ডপের জন্য এলাকাভিত্তিক সার্বক্ষণিক টহল দায়িত্ব পালন করছে।
সুশৃংখল ও সারিবদ্ধভাবে পূজা মন্ডপে চলাচল, গমনাগমন ও পরিদর্শনে সার্বক্ষণিকভাবে টহল প্রদানকারী এসব আনসারগণ দর্শনার্থীদের সহায়তা করবেন। পূজা মন্ডপগুলোতে আনসার-ভিডিপি’র সদস্যদের দায়িত্ব দেখার জন্য রাজনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন নাহার এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জনাব মোঃ রাকিবুল হাসান পরিদর্শন ও তদারকি করবেন।