মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী,মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মাদরাসা মিলনায়তনে টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা শামসুল ইসলাম।
বিশেষ অতিথি টাউন কামিল মাদরাসার আরবি প্রভাষক ও অনার্স বিভাগীয় প্রধান মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম, সহকারী অধ্যাপক মোঃ শাহ্ জালাল, প্রভাষক মাওলানা নুরুল হক, সহকারী শিক্ষক আসাদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,অফিস সহকারী প্রধান মাওলানা মোঃ আব্দুস শহীদ, অফিস সহকারী শেখ মোঃ আল আমিন, মাওলানা জুনেদ আহমদ, জুবায়েদ আলী প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অফিস স্টাফবৃন্দ।
Leave a Reply