শুক্রবার (৮ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন, এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তানিয়া সুলতানা প্রমুখ।
সভায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক, সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।