সাহেদুল ইসলাম, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ রহিমপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ২টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মৌলভীবাজার পিপিএম বার পুলিশ এর সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি আশরাফুজ্জান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শ্রীমঙ্গল-কমলগঞ্জ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্যের মাধ্যমে কমলগঞ্জ থানায় একটি নতুন গাড়ীর চাবি হস্তান্তর করা হয়।