মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খাইরুল বাশার মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের (কভিড-১৯) প্রদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনা মূলক প্রচারণায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৭ জুলাই দূপুরে) ১৭ পদাতিক ডিভিশনের জিওসি শহরের কুসুমবাগ এলাকায় সেনাবাহিনীর টহল দলের সাথে কথা বলেন।
পরে তিনি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দোকানে স্বাস্থ্যবিধি মানা ও জনসচেতনা মূলক প্রচারণার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কর্নেল তৌফিক হামিদ, লেঃ কর্নেল হানিফ, মেজর মাহমুদুল হাসান।