মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে ২০১৯-২০ অর্থবছরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনূর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা, কর্মচারীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।