মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বড়হাট থেকে খেয়াঘাট এলাকার মধ্যে মনুনদীর উপর ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন পালন করেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পশ্চিমবাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, আ.স.ম ছালেহ আহমদ সোহেল, বাবুল দেব, রাজা আহমদ, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, পারভেজ আহমদ, আমীর হোসেন, একলিম মিয়া সহ অন্যন্যরা।
বক্তারা বলেন বড়হাট থেকে পশ্চিমবাজার খেয়াঘাট এলাকার যে কোন স্থানে ব্রীজ নির্মান হলে শহরের এম সাইফুর রহমান সড়কে যানযট নিরসন হবে, কর্মসংস্থান সুযোগ বাড়বে, শিক্ষা হার বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও উন্নত হবে।