মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞানমেলা ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী বারী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।