মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রম গণসচেতনতামূলক র্যালী মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ময়নামতি রেজিমেন্ট এর ব্যবস্থাপনায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সচেতনামূলক লিফলেট বিতরন করা হয়। এসসয় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী,জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমানসহ কলেজের শিক্ষক বিএনসিসির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।