মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক মইনুর রহমান মগনুর সভাপতিত্ব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সমাবেশে বক্তারা বলেন বাঁশখালিতে শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার সাপেক্ষে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও শিক্ষার্থী মুনিরার আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।