মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে চতুর্থ নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক খাদ্যের নিরপদত্তা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন – মৌলভীবাজার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।