মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সাপ্তাহিক দারুল ক্বিরাত শাখা বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র তা’লীমুল কোরআন এ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্বিরাত, গজল ও আযান প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় তা’লীমুল কোরআন কনফারেন্স হলে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাপ্তাহিক দারুল ক্বিরাত এর প্রধান ক্বারী শেখ কাদের আল হাসান এর সভাপতিত্বে ও সহক্বারী মোঃ মামুনুর রশীদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, আব্দুস সালাম, সহক্বারী শাহীদুল হক, হাফিয ফয়জুল ইসলাম, হাসান মাহদী, ক্বারিয়া সুহেনা আক্তার।
এছাড়াও প্রিন্ট মিডিয়া ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।