মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দূপুরে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন সভা সম্পন্ন হয়।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ, ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা নিয়ে প্রামাণ্য চিত্র ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ ইকবাল হাসান।
সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় বৈশ্যিক বিপর্যয় কোভিড-১৯ এর জন্য স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ৫ বছরের নীচে শিশুদের খাওয়ানো হবে।
এ বছর আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহ ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।
সভায় আরোও জানানো হয়, ৬ থেকে ১১ মাসের ২৫ হাজার ৮‘শ ২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৪ হাজার ৬ শত ৬৬ জন শিশু সহ মোট ২ লক্ষ ৪০ হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
এছাড়াও জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে। সুপারভাইজার থাকবে ২৪৪ জন, সেচ্ছাসেবক থাকবে ৩৩৯০ জন, স্বাস্থ্য সহকারী ২৪৫ জন, পরিবার কল্যাণ সহকারী ২৪২ জন ও টিকাদান কর্মী (পৗরসভা) ৯ জন।
উক্ত ওরিয়েন্টেশনে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ করেরসপনডেন্ট এস এম উমেদ আলী, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, ডিভিসি প্রতিনিধি পান্না দত্ত প্রমুখ।