মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বিসিক, বিডা, নাসিব ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে প্রশাসক মীর নাহিদ আহসান উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেন এবং ২০৩০ সালের মাঝে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ২০৪০ সালের মাঝে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।