মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মেডিক্যাল কেম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়।
এতে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।
মেডিকেল ক্যাম্পের শতাধিক ফ্রি গর্ভবতী নারীকে সেবা প্রদান করেন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ ভৌমিক।
শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসুল হক, মৌলভীজার টোয়েন্টিফোরের সম্পাদক রাহেল আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রোমান আহমেদ, মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply