মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দ্দানে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ীতে করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) দূপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান এসব খাদ্য সামগ্রী স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করেন। ৬’শত পরিবারের মধ্যে ১৫ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, তেল, আলু, আটা ও সাবান।
খাদ্য বিতরণের পূর্বে ভার্চুয়্যাল আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনলাইনে অংশ নেন।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বিএনপি নেতা বকসী মিছবাহ উর রহমান সহ অন্যন্যরা।