মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক প্রচারভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৪টায় চৌমুহনা থেকে শুরু হয়ে সাইফুর রহমান রোডে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও আসমা উল হুসনা।
এ সময়ে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।