মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা প্রশাসন কর্তৃক করোনাকালীন দুর্যোগে মুসল্লীদের মাঝে সচেতনতা জোরদানকরণের লক্ষ্যে সম্মানিত ইমামগণের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ। সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ইমামগণ মসজিদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি কার্যক্রম জোরদার করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় মুসল্লীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করার জন্য ইমামগণকে উৎসাহিত করেন এবং এ উদ্দেশ্যে প্রায় ৫০০০ মাস্ক মুসল্লীদের মাঝে বিতরণের জন্য উপস্থিত ইমামগণের কাছে হস্তান্তর করেন।