মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে জেলা প্রশাসন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ঈলেক্ট্রিনিক্স মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।