মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন মৌলভীবাজার ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি তাঁর বক্তব্যে সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি সফল মায়েদের উদ্দেশ্যে একটি প্রাণবন্ত এবং হৃদস্পর্শী কবিতা আবৃত্তি করেন।