মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে অপরাধ দমন ও সচেতনতা সৃষ্টি লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সদরে বিভিন্ন আইন, যেমনঃ সংক্রামক রোগ (প্রতিরোধ, নির্মুল ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৮, দণ্ডবিধি, ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, কৃষি বিপণন আইন, ২০১৮, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের পরিচালনায় এ সময় বিভিন্ন আইনে ৩৮টি মামলায় ২৪,৪৫০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।