মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সাপ্তাহের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উদ্যোগে মৌলভীবাজারের উত্তর জগন্নাথপুরে দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এ খাদ্য বিতরণ করা হয়।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ১২০ জন অসহায় নারী ও পুরুষদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করেন শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, র্যাবের ডিএডি ইকবাল পারভেজ, হাবিলদার ফরহাদ, এএসআই আশরাফুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ।